অমরেশ দত্ত, পুঞ্চা:
টোটোর সাথে চারচাকা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত ২ ব্যাক্তি সহ এক মহিলা। শনিবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার বুধপুর ব্রিজের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আহতদের উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, টোটো চালকের নাম মলিন্দ্র বাউরী। তার বাড়ি মানবাজার থানার অক্ষয়পুর গ্রামে। দুজন টোটো যাত্রী বিনোদ বাউরী ও মমতা বাউরীর বাড়ি মানবাজার থানার ধাদকিডি গ্রামে। মলিন্দ্র বাউরী ও বিনোদ বাউরীকে উন্নততর চিকিৎসার জন্য চিকিৎসক বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন।









Post Comment