নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
যৌন লালসার শিকার নাবালিকা।ঘটনায় এক দম্পতি সহ তিনজন গ্রেপ্তার। চমকে দেওয়ার মতো ঘটনাটিতে স্তম্ভিত স্থানীয়রা। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড সীমানার কাছে বরাবাজার থানার বেড়াদা এলাকায় বছর ১৭র এক কিশোরী উদ্দেশ্যহীন ভাবে ঘোরা ফেরা করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই কিশোরীকে উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে তার বাবার বন্ধুর বাড়িতে এসেছিল। আর সেখানেই যৌন লালসার শিকার হতে হয়েছে তাকে। যে বাড়িতে কিশোরীর আশ্রয়, সেখানেই এমন ঘৃণ্য ঘটনা অবাক করেছে পুলিশকেও। কিশোরী জানিয়েছে তার উপর জোরপূর্বক উত্তম সিং বাবু এবং ভুবন সিং ধবল ক্রমাগত যৌন লালসা মেটায়। আর এ কাজে তাদের সহায় হয়েছে উত্তমের স্ত্রী গায়ত্রী। অভিযোগ পেয়ে পুলিশ উত্তম সিং বাবু ও তার স্ত্রী গায়ত্রী সিং বাবু এবং ভুবন সিং ধবলকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয় এদিনই।
Post Comment