insta logo
Loading ...

ফের বেআইনি বালি, একসঙ্গে ১১ ট্রাক্টর বাজেয়াপ্ত, ধৃত ৩

ফের বেআইনি বালি, একসঙ্গে ১১ ট্রাক্টর বাজেয়াপ্ত, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: একটি দুটি নয়, একসঙ্গে বালি বোঝাই ১১টি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। অভিযোগ, ট্রাক্টরগুলি বেআইনি ভাবে নদী থেকে বালি তুলছিল।কংসাবতী নদীর কাঁটাবেড়া ঘাট থেকে ট্রাক্টরগুলি বালি নিয়ে যাওয়ার সময় তাঁতিটাড় এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনা সোমবারের। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতরা হল পুরুলিয়া কাঁটাবেড়া গ্রামের বাসিন্দা লছু মাহাতো, শ্রীনাথ মাহাতো এবং গাড়াফুসড়ো গ্রামের মনোজ সর্দার। তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment