insta logo
Loading ...
×

লরির ধাক্কা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর

লরির ধাক্কা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে টামনা থানার কাড়ামারা ও টামনা মোড়ের মাঝে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বলরামপুর দিক থেকে পুরুলিয়ার দিকে একটি মোটর বাইকে তিন যুবক আসছিল। উলটো দিক থেকে দ্রুত এবং বেপরোয়া গতিতে যাওয়া একটি লরি তাদের ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় পড়ে যায় ওই তিন বাইক আরোহী। ঘটনার খবর পাওয়ার পরেই টামনা থানার পুলিশ জখমদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে একজনের নাম পিন্টু বাউরি। বাকিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক ও ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে টামনা থানার পুলিশ।

Post Comment