নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
আইনি পথে বালি তোলার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে বেআইনি ভাবে বালি পাচার চলছেই।
পুরুলিয়ার পৃথক পৃথক থানা এলাকায় নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচার করার পথে বমাল বাজেয়াপ্ত চারটি ট্রাক্টর। জেলা জুড়ে তিন জন চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম জলেশ্বর রাজোয়াড়, চিরঞ্জিত বাউরি ও নকুল মাহাত। প্রথম দুজনের বাড়ি সাঁওতালডি থানার ভেলাইটাড় ও আড্ডা গ্রামে। নকুলের বাড়ি ঝালদার চক কেরোয়ারি গ্রামে।
বুধবার রাতে গোয়াই নদীর বেলকুড়া ঘাটে বেআইনি ভাবে ট্রাক্টরে বালি তুলে টাউনশিপ এলাকার দিকে নিয়ে যাওয়া হবে বলে সাঁওতালডি থানার পুলিশ জানতে পারে। ঘটনাস্থলে গিয়ে দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। ধাওয়া করে দুজন চালককে পাকড়াও করা হয়। তাদের যে বালি নিয়ে ঝাড়খন্ডে যাওয়ার পরিকল্পনা ছিল জেরার মুখে এমনই জানিয়েছে ধৃতরা।
অন্যদিকে বুধবার রাতে সুবর্ণরেখা নদীর ত্রিবেণী ঘাট থেকে বালি নিয়ে যাওয়ার সময় কুশি গ্রাম থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে ঝালদা থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয় চালককে।
পুরুলিয়া মফস্বল থানা এলাকায় কংসাবতী নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে ডিয়ার পার্কের দিক থেকে একটি ট্রাক্টর পুরুলিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে পুরুলিয়া – বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কের তেলকল পাড়া শ্মশান কালী মন্দিরের কাছ থেকে ওই ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশ দেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনটি ঘটনাতে বালি বোঝাই ট্রাক্টরের চালক ও মালিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
ঝালদার ঘটনার ধৃতকে পুরুলিয়া জেলা আদালত এবং সাঁওতালডি থানা এলাকায় ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment