নিজস্ব প্রতিনিধি, জয়পুর : মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতরা হল ঝাড়খণ্ডের বোকারো জেলার হরলা থানার বোকারো সেক্টর ৯-র কাশ্মীর কলোনির বাসিন্দা দীপক কুমার, সানি কুমার, তাঁতী এবং হরি কুমার গোপ। রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়ে একটি বেসরকারি মোবাইল টাওয়ার কোম্পানির তরফে ৫ অগাষ্ট জয়পুর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের হয়। গত ২৭ জুলাই কেউ বা কারা বালি গ্রাম থেকে টাওয়ারের যন্ত্রাংশ চুরি
করে বলে অভিযোগ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment