insta logo
Loading ...
×

২৫০ বছরের ঐতিহ্য কুন্ডুমেলার বাসন্তী পূজায়

২৫০ বছরের ঐতিহ্য কুন্ডুমেলার বাসন্তী পূজায়

অমরেশ দত্ত, মানবাজার:

বাঙালির গর্ব ও ঐতিহ্যের উৎসব বাসন্তী পুজো। মানবাজারের কুণ্ডুমেলার এই পুজো মানে আবেগ। পুজো মানে মজা। তার সাথে আড্ডা, ঘোরাঘুরি আরো কত কী! সকালবেলায় নতুন পোশাক পরা থেকে শুরু করে মায়ের পুজো এবং বিভিন্ন রকমের রকমারি খাওয়া-দাওয়ার মধ্যে নিজেদের আনন্দ ভাগ করে পুজো। সেই চিত্রই দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজার কুন্ডু দুর্গা মন্দিরের বাসন্তী পুজোকে ঘিরে। মানবাজার মহাকুমা সদর শহরের কেন্দ্রস্থলে ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মানবাজার কুন্ডুমেলাতে বাসন্তী পুজো পালিত হয় বেশ বৈভব আর জাঁকজমকের সঙ্গে। মানবাজার মহকুমা শহরে এই পুজো এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে আসছে। সবাই একসঙ্গে মাকে আনতে যাওয়া, সন্ধ্যা আরতির সময় মায়ের দর্শনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হওয়া, এ এক অন্যরকম অনুভূতি, বলছেন কুণ্ডু পরিবারের সদস্যরা।মানবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরে সমাগম হয় অসংখ্য দর্শনার্থীর।

Post Comment