insta logo
Loading ...
×

নাবালিকা ধর্ষণে ২০ বছর কারাদণ্ড

নাবালিকা ধর্ষণে ২০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর :

এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে দোষী সাব্যস্ত যুবক। তার কুড়ি বছর কারাদন্ডের নির্দেশ দিল রঘুনাথপুর মহকুমা আদালত। বুধবার ওই আদালতের এডিজে তথা পকসো স্পেশাল কোর্টের বিচারক এই সাজা শোনান।
আদালত সূত্রে জানা গেছে কাশিপুর থানার সেজা গ্রামের যুবক সিদ্ধেশ্বর মোদক ২০২০ সালে ৯ আগস্ট মাসে সকালে শাক তোলার অছিলায় বছর দশ এর ওই কিশোরীকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেরে ফেলার হুমকিতে ভয় পেয়ে মুখ খোলেনি ওই কিশোরী। দিনকয়েক পর ওই কিশোরী তার এক আত্মীয়কে ঘটনার বিষয়ে জানায়। নির্যাতিতার বাবা ১৩ আগস্ট কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে ২৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করেন তদন্তকারী আধিকারিক। কাস্টডি শুরু হয় ট্রায়াল।

বিচারক ওই যুবককে দোষী সাব্যস্ত করে পকসো আইনের ৬ নং ধারায় ২০ বছর কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপশি ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এ তাকে দশ বছর কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারবাসের আদেশ দেন। সেই সঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্যাতিতার পরিবারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেওয়ার নির্দেশ দেন।

Post Comment