নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। সোমবার,আড়শা ব্লকের বেলডি -নয়ামোড় পিচ রাস্তা থেকে কাঞ্চনপুর গ্রাম পর্যন্ত রাস্তার সূচনা করেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। জানা গিয়েছে, রাজ্য সরকারের প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দে রাস্তাটি পাকা করা হবে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাকলি মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হরিপদ গঁরাই,আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো প্রমুখ। অবশেষে বেহাল রাস্তাটি পাকা হওয়ায় খুশি এলাকার মানুষ।











Post Comment