নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সড়ক নির্মাণের যন্ত্রাংশ চুরির অভিযোগে ভিন রাজ্যের ১ যুবক সহ দুজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতদের নাম বিশ্বপতি মাহাতো ও লাগানদেব রায়। বিশ্বপতির বাড়ি পুরুলিয়া জেলার বরাবাজার থানার ভবানীপুর। লাগানদেব বিহারের সাড়াম জেলার আমনৌর থানার রসুলপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পুরুলিয়া – ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।সোমবার ঠিকাদার সংস্থার এক ব্যক্তি পুরুলিয়া মফস্বল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করে জানান রঘুনি গ্রামে তাদের কর্মস্থল থেকে শুক্রবার বেশ কিছু যন্ত্রাংশ চুরি গেছে। তদন্তে নেমে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য প্রমাণ অনুযায়ী এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

Post Comment