নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হারিয়ে গিয়েছিল মোবাইল। আর সেই ফোন ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হলো লক্ষাধিক টাকা। শনিবার পুরুলিয়া মফস্বল থানায় দায়ের হলো অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন ছররা গ্রামের বাসিন্দা সুধীর কুমার দাস।
গত ১২ নভেম্বর বিকেলে ছররা চৌমাথা মোড়ে সুধীর বাবুর মোবাইল হারিয়ে যায়। পুরুলিয়া মফস্বল থানায় একটি জিডি দায়ের করেন তিনি। গত শুক্রবার তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে দফায় দফায় ১ লাখ ৭৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। দিন কয়েক আগে মানবাজারেও ঘটেছিল ঠিক একই ঘটনা। তাহলে কি বিশেষ কোন চক্র কাজ করছে এই জালিয়াতিতে? উঠছে প্রশ্ন।
Post Comment