নিজস্ব প্রতিনিধি ,মানবাজার: হারিয়ে গিয়েছিল মোবাইল। আর সেটাই হলো কাল। সেই হারানো মোবাইলের সাহায্যে এক অধ্যাপককের পনেরো লক্ষ টাকা গায়েব হয়ে গেল। চরম চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মানবাজারে।সোমবার মানবাজার থানায় অভিযোগ দায়ের করে কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যাপক তথা মানবাজারের পাথরমহড়া এলাকার বাসিন্দা ক্ষীরোদ চন্দ্র মাহাতো জানিয়েছেন মঙ্গলবার সকালে বাজার করতে গিয়ে মানবাজার কিষান মান্ডি থেকে তার মোবাইল ফোনটি চুরি যায়।ওইদিনই তিনি মানবাজার থানায় জিডি দায়ের করান। দিন কয়েক পর পুরনো সিমটি পুনরুদ্ধার করেন। আর তারপরেই ওই অধ্যাপকের চোখ কপালে ওঠে। তিনি দেখেন তাঁর দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুষ্কৃতীরা ১৫ লাখ ২ হাজার টাকা লোপাট করে দিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment