বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
সাইকেলেই যাবেন একে একে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে। সেই উদ্দেশ্যে ২৬ শে মার্চ উত্তরপ্রদেশের বারাণসি থেকে যাত্রা শুরু করেছেন সেখানকার যুবক অজয় কুমার প্যাটেল। দিনে গড়ে ১০০ কিলোমিটার চালাচ্ছেন সাইকেল। ইতিমধ্যেই তিনি দেওঘরের বাবাধাম দর্শন করে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার পুরুলিয়ায় এসে পৌঁছান তিনি। অসাধ্য সাধনে এই প্রথমবার এমন অ্যাডভেঞ্চার তাঁর।

বেশিরভাগ দিন কোন পেট্রোল পাম্পে রাত্রি যাপন করছেন তিনি। থাকা খাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। এখনও পর্যন্ত অভিজ্ঞতা তাঁর এককথায় লাজবাব।
অজয় কুমার প্যাটেল বলেন , “ছ’বছর ধরে লাগাতার প্রস্তুতি চালিয়েছি। মানসিক ভাবে প্রস্তুত করেছি নিজেকে। আমার একটাই আশা। সর্বত্র যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। মানুষের কল্যাণ হোক। মহাদেবের কাছে এই প্রার্থনা। কত রকম মানুষের সঙ্গে দেখা হচ্ছে যাত্রাপথে। নিরন্তর অনেকের সহযোগিতা পাচ্ছি।”
মনের জোরে কোন কিছুই যে অসম্ভব নয় তা আরও একবার প্রমাণ করলেন বেনারসি যুবক। তাঁর দুঃসাহসকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষজন।
Post Comment