দেবীলাল মাহাত, পুরুলিয়া:
একাধিক দাবি-দাওয়াতে পার্লামেন্ট অভিযান করবে ফরওয়ার্ড ব্লক। দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, সকলের জন্য কর্মসংস্থান , সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি বন্ধ করা , রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরন বন্ধ , নেতাজী ও আইএনএ সংক্রান্ত সমস্ত গোপন ফাইল প্রকাশ্যে আনা সহ বিভিন্ন দাবিতে ১১ই এপ্রিল পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক।

সেই অভিযানকে সফল করতে পুরুলিয়া থেকে ১০০ জনের প্রতিনিধি দল রওনা দিলো দিল্লির উদ্দেশ্যে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা জানান, ১১ই এপ্রিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে জোর কদমে দেওয়াল লিখনের পাশাপাশি প্রচারপত্র ছড়িয়ে প্রচার করা হয়েছিল। পার্লামেন্ট অভিযান সফল করতে জেলা থেকে ১০০ জনের প্রতিনিধি দল ৯ই এপ্রিল ঝাড়খন্ড স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস ট্রেনে ঝালদা স্টেশন থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়।
Post Comment