পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :
এক ধাক্কায় বদলি হলেন পুরুলিয়ার ৯ ওসি সহ ১০ জন পুলিশ আধিকারিক। সম্প্রতি ওই ১০ জন আধিকারিক সাব ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন। পুজোর আগে পদোন্নতি হলেও স্রেফ উৎসবের কথা মাথায় রেখে তাদের এই জেলাতেই সংশ্লিষ্ট জায়গায় দায়িত্ব দিয়ে রাখা হয়। উৎসব পার হতেই উপনির্বাচন। আর ওই নির্বাচনের পরেই শনিবার এই আদেশনামা জারি হয়।
শনিবার রাজ্য পুলিশের এডিজি (আইন ও শৃঙ্খলা) নিশাদ পারভেজ একটি আদেশনামা জারি করেন। ওই নির্দেশে সম্প্রতি পদোন্নতি পাওয়া রাজ্যের সমস্ত জেলাতে কর্মরত ২৯৯ জন ইন্সপেক্টরকে রাজ্য পুলিশের বিভিন্ন দফতরের দায়িত্ব দেওয়া হয়। এই ২৯৯ জন ইন্সপেক্টরের মধ্যে রয়েছেন পুরুলিয়ার ১০ জন আধিকারিক। যাদেরকে মাওবাদী দমনে রাজ্যের বিশেষ বাহিনী কাউন্টার ইনসারজেন্সি ফোর্স (সিআইএফ), সিআইডি, আইবি এবং ডিইবিতে দায়িত্ব দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ান থানার ওসি শ্রীকান্ত মুলা, নিতুড়িয়া থানার ওসি মিলন মান্না ও বরাবাজার থানাতে থাকা মুকুল কর্মকারকে সিআইএফে পাঠানো হয়েছে। ডিইবি-র পুরুলিয়া শাখায় পাঠানো হয়েছে মানবাজার থানার ওসি পঙ্কজ সিং ও বলরামপুর থানার ওসি কৌশিক বন্দোপাধ্যায়কে, সিআইডিতে পাঠানো হয়েছে তুলিন ফাঁড়ির ইনচার্জ তপন তেওয়ারি, বাঘমুন্ডি থানার ওসি রানা ভকত, সুইসা ফাঁড়ির ইনচার্জ গৌতম মাহাতো, হুড়া থানার ওসি অনুপ ঘোষকে। এছাড়া কাশিপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত মাসন্তকে আইবির পুরুলিয়া শাখায় ডেপুটেশনে পাঠানো হয়েছে। ওই আধিকারিকদের নতুন কর্মস্থলে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশনামায়।
Post Comment