সঞ্জয় চৌধুরি ও বিশ্বজিৎ সিং সর্দার, বরাবাজার:
বিয়ের ১০ মাসের মাথায় শ্বশুর বাড়িতে খুন হয়ে গেলেন বধূ! বৃহস্পতিবার কালীপুজোর রাতে পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোল গ্রামের এই খুনের ঘটনায় মোটিভ কি? তা নিয়ে ধন্দে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতার বাপের বাড়ির তরফে বরাবাজার থানায় একটি খুনের মামলা রুজু করে। যার ভিত্তিতে রাতেই মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বরাবাজার থানা এলাকার তুমড়াশোল গ্রামের বাসিন্দা স্বামী রবি রুহিদাস, শ্বশুর জ্যোতি রুহিদাস এবং শাশুড়ি কমলা রুহিদাস। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্ত স্বামী এবং শ্বশুরের ৩ দিনের পুলিশ হেফাজত হয়। অন্যদিকে ধৃত শ্বাশুড়ির ১৪ দিনের জেল হেফাজত হয়। এই ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক। অন্যদিকে শুক্রবার সকালে মৃতদেহটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহালের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে খবরের ভিত্তিতে শ্বশুরবাড়ি থেকে কাবেরি রুহিদাস (১৮)-র দেহ উদ্ধার করে বরাবাজার থানার পুলিশ। তাকে বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবি ও কাবেরির প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের সুখে- শান্তিতেই দিন কাটছিল। তবে বেশ কিছুদিন পর দাম্পত্য কলহ শুরু হয়। বৃহস্পতিবার রাতে ওই বধূর শ্বশুর বাড়ি থেকে আর্তনাদ শোনা যায়। সেইসময় পড়শিরা যান। দেখেন গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।
দেখুন ভিডিও :
Post Comment