নিজস্ব প্রতিনিধি, মানবাজার: এক সাইকেল আরোহীর সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে গুরতর জখম সাইকেল আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মানবাজার থানার বিশরী অঞ্চলের দোলদেড়িয়া গ্রামে। দুর্ঘটনায় বিশরী অঞ্চলের দোলদেড়িয়া গ্রামের বাসিন্দা মনোহর হেমব্রম গুরুতর আহত হন।জখম ব্যক্তিকে মানবাজার থানার পুলিশ উদ্ধার করে। মানবাজার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।
Post Comment