নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বেআইনি চোলাই মদ মজুত ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করল আড়শা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রামেশ্বর সিং সর্দার(৫৯)। তার বাড়ি আড়শা থানার কিশানপুর গ্রামে।
বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কিশানপুর গ্রামে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করা হয় ১৮ লিটার আইডি মদ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment