নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
৮ ঘণ্টা পরেও খোঁজ পাওয়া যায়নি কংসাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই কিশোরের। বৃহস্পতিবার দুপুর দেড় টা নাগাদ পুরুলিয়ার টামনা থানার শিমুলিয়া গ্রাম সংলগ্ন কাঁসাই নদীতে নেমেছিল পাঁচ বন্ধু।আর সেখানেই নদীর জলে তলিয়ে যায় বছর পনেরোর দুই বন্ধু। কিশোরদের নাম বিকাশ দাস ও মহঃ হামজা কুরেশি । বিকাশের বাড়ি পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকায়।হামজার বাড়ি কসাই মহল্লাতে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। পরে তারা কংসাবতী নদীতে যায়। সেখানে জলে নেমে ছবি তুলছি। কিছু সময় পর তার সঙ্গীরা বাড়িতে ফোন করে জানায়, দুজন জলে তলিয়ে গেছে। আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে টামনা থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল। তল্লাশি শুরু হয় নদীর জলে। যদিও রাত সাড়ে ৯ টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। রাতে দুর্গাপুর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এসেছে। শুক্রবার সকাল থেকে তারা উদ্ধার কাজে নামবেন। অন্যদিকে শিমুলিয়া থেকে মানবাজার পর্যন্ত কংসাবতী নদীর উপর নজর রাখছে কয়েকটি থানার পুলিশ। পাশাপশি ঘটনাস্থলে রাখা হয়েছে সিভিক ভলান্টিয়ার।
Post Comment