insta logo
Loading ...
×

৮০টি পরিবারের ১টি নলকূপ, জলের জন্য হাহাকার মান বাজারের গ্রামে

৮০টি পরিবারের ১টি নলকূপ, জলের জন্য হাহাকার মান বাজারের গ্রামে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

৮০টি পরিবার রয়েছে ১টি মাত্র নলকূপ। ঘটনা পুরুলিয়া জেলার মানবাজার ১-নং ব্লকের চাঁদড়া -পায়রাচালি অঞ্চলের ঢেঁক্যা গ্রামে। দীর্ঘদিন ধরে পানীয় জলের চরম সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামে রয়েছে ৮০-টির বেশি পরিবার। তাঁদের পানীয় জলের চাহিদা মেটায় একটিমাত্র টিউবওয়েল। তাই এই গ্রীষ্মের দাবদাহে ভয়াবহ জলসঙ্কটে পড়েছেন গ্রামবাসীরা। একটি নলকূপ থেকে যে পরিমাণে জল মেলে, সেই জল নিয়েই কোনও রকমে কাজ সারতে হয় সাধারণ মানুষকে। শুধু নিত্য ব্যবহারের জন্যই নয়, পানীয় জলের জন্যও এই টিউবওয়েলই একমাত্র ভরসা। জল সংকটকে নিত্যসঙ্গী করে বহু কষ্টে দিন কাটাচ্ছেন তারা।

অবস্থা খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন চাঁদড়া -পায়রাচালী গ্রাম পঞ্চায়েত প্রধান সুলেখা বাউরী।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “গরম এলেই জলের সমস্যায় জেরবার হয়ে পড়ি আমরা।” ঢেঁক্যা গ্রামের মানুষজন প্রশ্ন তুলেছেন, কবে তাদের এই সমস্যার সমাধান হবে? সেই আশাতেই দিন গুনছেন তারা‌।

Post Comment