নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কংসাবতী নদীতে তলিয়ে যাওয়া বিকাশ দাসের মৃতদেহ উদ্ধার হলো। চার দিন পর ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। সে পুরুলিয়া জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
সোমবার সকালে কংসাবতী নদীর উচালী বালিঘাট থেকে তার দেহটি উদ্ধার করে উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকাশ দাস ও হামজা কুরসি সহ পাঁচ বন্ধু মিলে কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল। আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় বিকাশ ও হামজা।
পরদিন অর্থাৎ শুক্রবার উদ্ধার হয় হামজা কুরসির দেহ। তবে বিকাশের কোনও খোঁজ পাওয়া যায়নি তখন।
ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নদীতে লাগাতার তল্লাশি চালিয়েও বিকাশের দেহ উদ্ধার করতে পারেনি।
অবশেষে চার দিন পর সোমবার উচালী বালিঘাট এলাকা থেকে উদ্ধার হয় বিকাশের মৃতদেহ। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়ার চিড়াবাড়ি এলাকার বাসিন্দা বিকাশের পরিবার ও বন্ধু মহলে।











Post Comment