insta logo
Loading ...
×

৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঝালদার অপহৃত ব্যবসায়ী, কোথায়, কীভাবে?

৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঝালদার অপহৃত ব্যবসায়ী, কোথায়, কীভাবে?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

চ্যালেঞ্জ জিতল পুলিশ। অপহরণ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার ঝালদার ব্রজপুরের কয়লা ব্যবসায়ী লোকেশ গরাঁই। ক্যালেন্ডার অনুযায়ী বুধবার রাত দেড়টা নাগাদ ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার তুন্ডু জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশ তাদের ডেরা পর্যন্ত ধাওয়া করে এসেছে বুঝতে পেরে অপহরণকারীরা জঙ্গলে হাত চোখ বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীকে ফেলে রেখে পালিয়ে যায়।

“সোমবার ভোরে অপহরণের পর প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে যে কটি সূত্র পুলিশ পেয়েছিল তা জুড়তে জুড়তে ব্যবসায়ীর হদিশ মেলে। পুলিশের প্রাথমিক লক্ষ্য ছিলো অক্ষত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করা। সে চ্যালেঞ্জে সফল পুলিশ।ঝাড়খণ্ড পুলিশ পুরুলিয়া পুলিশকে অনেক সাহায্য করেছে।” বললেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হলেও যে কালো চারচাকা গাড়িতে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, সেই গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। সেটি ভাড়ার গাড়ি। মালিক কলকাতায় থাকেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কয়লা সংক্রান্ত কারবারে লেনদেন ঘিরে ঝামেলা ও বকেয়া টাকার জন্যই এই অপহরণ। পুলিশ সূত্রে জানা গেছে জয়েন্ট অপারেশনে ছিলেন এসডিপিও ঝালদা গৌরব ঘোষ।জয়পুর থানা, সাঁওতালডি থানা, ঝালদা থানা ,পাড়া থানা , জয়পুর থানার বাগলতা আইসি, ও স্পেশাল অপারেশন গ্রুপ বিশেষ ভূমিকা নিয়েছিল।

দ্রুত অপরাধের কিনারা করে বিশ্বজুড়ে একসময় সুনাম কুড়িয়েছিল স্কটল্যান্ড ইয়ার্ড।আর একের পর এক অপরাধের দ্রুত কিনারা করে চলা পুরুলিয়া জেলা পুলিশকেও কি বাংলার স্কটল্যান্ড ইয়ার্ড বলা যায়?

Post Comment