insta logo
Loading ...
×

৩৫৬ ধারা প্রয়োগ! বাংলার দুর্যোগে এ কোন নিদান দিলেন বিধায়ক!

৩৫৬ ধারা প্রয়োগ! বাংলার দুর্যোগে এ কোন নিদান দিলেন বিধায়ক!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হল পুরুলিয়া। সোমবার পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে বিজেপি কর্মী–সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। রাজ্য সরকারের ‘বিপর্যয় ব্যবস্থাপনায় ব্যর্থতা’ ও ‘রাজনৈতিক সন্ত্রাসের’ অভিযোগে সরব হন তারা।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে পুরুলিয়ার বিধায়ক বিজেপির সুদীপ মুখোপাধ্যায়।দাবি করেন, রাজ্যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। তার বক্তব্যে তিনি বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুর্যোগের সময়েও বিরোধীদের ওপর হামলা হচ্ছে। সাধারণ মানুষের ত্রাণ নিয়ে রাজনীতি চলছে। এই পরিস্থিতিতে আর চুপ করে থাকা যায় না। রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করাই একমাত্র উপায়।”

Post Comment