insta logo
Loading ...
×

২ কোটি ৭ লক্ষ টাকার সাইবার প্রতারণা! শহরে ধৃত ৪

২ কোটি ৭ লক্ষ টাকার সাইবার প্রতারণা! শহরে ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

এক দু হাজার নয়, ২ কোটি ৭ লক্ষ টাকার সাইবার প্রতারণা! এমন অভিযোগে বুধবার রাতে পুরুলিয়া শহরের একটি স্বনামধন্য হোটেল থেকে চার যুবককে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশ। ধৃত ৪ যুবক হলো আসানসোলের আরশাদ আহমেদ, বিহারের গয়া জেলার রণবীর শর্মা, নিখিল রাজওয়ানি ও পুরুলিয়া জেলার আড়শা থানার নাগড়া গ্রামের রঞ্জিত সিং মুড়া। পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় বিটি সরকার রোডের হোটেল থেকে তাদের গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানা নিয়ে যাওয়ার অনুমতি দেন।

Post Comment