নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পুরুলিয়া জেলা পরিষদের তহবিল থেকে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকা ব্যয়ে পুঞ্চা ব্লকের গোয়ালাগাড়া পাঠ মন্দিরে ছাত্রছাত্রীদের জন্য শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। শনিবার সেই কাজের উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। নারকেল ফাটিয়ে রীতি মেনে সূচনা করলেন কাজের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা, স্কুল কর্তৃপক্ষ এবং গ্রামবাসীরা। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পরিকাঠামো উন্নয়ন বলে জানানো হয়েছে।
সহ-সভাধিপতি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া শিক্ষা বিস্তার সম্ভব নয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি আমরা সর্বাগ্রে রাখছি।”
স্থানীয়দের মতে, এই শৌচাগার বহুদিনের দাবি ছিল। অবশেষে তা পূরণ হওয়ায় খুশি অভিভাবক ও শিক্ষকরা।
Post Comment