নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
প্রত্যন্ত মানবাজার ২ নং ব্লক এলাকায় যেন কল্পতরু হয়ে এলো পুরুলিয়া জেলা পরিষদ৷ এলাকার উন্নয়নে ৪৪ লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করল জেলা পরিষদ। তবে শর্ত একটাই। ভালো হতে হবে কাজের মান।
সম্প্রতি পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকে পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত-কার্য-পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো একাধিক প্রকল্পের সূচনা করেন।
২০২৪-২৫ অর্থবর্ষে মানবাজার ২ নম্বর ব্লকের বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া রঘুনাথ মুর্মু হাইস্কুলে পুরুলিয়া জেলা পরিষদ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে এই ব্লকেরই বড়গড়িয়া-জামতোড়িয়া গ্রাম পঞ্চায়েতের জামতোড়িয়া হাইস্কুলে সীমানা প্রাচীর নির্মাণ করিয়ে দিচ্ছে জেলা পরিষদ।২০ লক্ষ টাকা খরচ হবে সেই সীমানা প্রাচীর নির্মাণ করতে। জামতোড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নির্মিত হচ্ছে কমিউনিটি টয়লেট। তাতে থাকবে সৌরশক্তি চালিত পাম্প মারফত জল তোলার ব্যবস্থা। এই প্রকল্পে খরচ হবে ১৪ লক্ষ টাকা।
পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো বলেন, ” বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থাকে আমরা বলে দিয়েছি,
প্রত্যেকটি ক্ষেত্রেই কাজের মান যাতে ভালো হয়। সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতেও বলে দেওয়া হয়েছে।”
এছাড়াও বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের ভুড়রুডাঙ্গা জোড়ে ২০২৩-২৪ অর্থ বর্ষের বরাদ্দ অর্থে নির্মিত কালভার্ট নির্মাণ হচ্ছে। ওই কালভার্ট নির্মাণের ফলে কমে গেলো জামতোড়িয়া আসার দূরত্ব। বর্ষার সময় ওই এলাকার মানুষজনদের ৬-৭ কিমি রাস্তা ঘুরে স্থানীয় বাজার জামতোড়িয়াতে আসতে হতো।
দীর্ঘদিন ধরেই এই কাজগুলির দাবি ছিল এলাকার মানুষজনের। সেই দাবি মেনে পুরুলিয়া জেলা পরিষদ কাজ শুরু করলো। এই প্রকল্পগুলির সূচনায় এলাকার মানুষজন ভীষণই খুশি।
Post Comment