insta logo
Loading ...
×

২৪ প্রহরের হরি নামে উদ্বেল তুম্বাঝালদা

২৪ প্রহরের হরি নামে উদ্বেল তুম্বাঝালদা

নিজস্ব প্রতিনিধি,আড়শা:

তিন দিন অর্থাৎ ২৪ প্রহরের অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রামে। রবিবার থেকে শুরু হওয়া এই কীর্তন চলবে মঙ্গলবার পর্যন্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , তিন দিনের কীর্তনে জেলার বিভিন্ন প্রান্তের পাঁচটি দল অংশগ্রহণ করবে।

Post Comment