insta logo
Loading ...
×

২১ জুলাই-র আগে গেরুয়া শিবিরে ভাঙন, পুরুলিয়ায়বিজেপি-বজরং দল ছেড়ে ৩০ কর্মী তৃণমূলে

২১ জুলাই-র আগে গেরুয়া শিবিরে ভাঙন, পুরুলিয়ায়বিজেপি-বজরং দল ছেড়ে ৩০ কর্মী তৃণমূলে

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

তৃণমূল কংগ্রেসের একুশে
জুলাই-র আগে পুরুলিয়ায় ভাঙন দেখা দিল গেরুয়া শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে
বৃহস্পতিবার বজরং দল ও বিজেপি ছেড়ে প্রায় ৩০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি
তথা বিধায়ক রাজীবলোচন সরেন।

এই যোগদানের মাধ্যমে তাঁরা শুধুমাত্র রাজনৈতিক দিশা পরিবর্তন করলেন না। বরং সামাজিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন। তাঁদের মতে, শুধু ধর্মীয় অনুষ্ঠান পালন করলেই চলবে না, বরং এলাকার সাধারণ মানুষের সমস্যা, মহিলাদের দাবি-দাওয়া, এবং ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সক্রিয় ও সচেতন করে তোলাও জরুরি। তাঁদের বক্তব্য অনুযায়ী, এই পরিবর্তনের মধ্য দিয়ে তারা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনকে শক্তিশালী করতে আগ্রহী। যোগদানকারী কর্মীরা জানান, তারা আগামী দিনে সমাজের উন্নয়নে, বিশেষ করে যুব সম্প্রদায়ের সচেতনতা এবং দায়িত্ব পালনের দিকটিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। পুরুলিয়া জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং জানান, ” এই যোগদান শুধু শুরু। বলরামপুর এলাকায় আরও বড়সড় যোগদান হতে চলেছে, যেখানে প্রায় ৩০০ জন বজরং দলের কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এটি আমাদের দলের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন।”

Post Comment