insta logo
Loading ...
×

২১ জুলাই পরীক্ষা স্থগিত করে বিতর্কে সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়

২১ জুলাই পরীক্ষা স্থগিত করে বিতর্কে সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে ২১ জুলাই নির্ধারিত স্নাতক দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হঠাৎ করেই পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়েছে ২৫ জুলাই। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পরীক্ষার দিন বদলের এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে মাত্র পাঁচ দিন আগে, ১৬ জুলাই। এর জেরে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিজেপি নেতৃত্ব এবং তাঁরা এই সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা করছেন।
প্রসঙ্গত, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকদের কলকাতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পুরুলিয়াতেও তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, ছাত্রছাত্রীদের ওই রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণের সুযোগ করে দিতেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ বদল করেছে।

পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায় বলেন, “এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। সরকার শিক্ষার পরিবেশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে।”

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছে। পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে জানান, “২১ জুলাই দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যা হতে পারে বলে একাধিক আবেদন পেয়েছিলাম। যাত্রীবাহী বাসের অভাব, যানজটের আশঙ্কা ছিল। বিষয়টি বিবেচনা করেই শুধুমাত্র স্নাতক স্তরের পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার দিন অপরিবর্তিত রাখা হয়েছে, কারণ অধিকাংশ ছাত্রছাত্রী হোস্টেলেই থাকেন।”

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ওয়েবকুপা অধ্যাপক সংগঠনের সভাপতি সনৎ মাহাতো বলেন, “এই সিদ্ধান্ত নিছকই প্রশাসনিক। পরীক্ষার্থীদের স্বার্থে যা করা হয়েছে, তাতে রাজনীতির গন্ধ খোঁজা অনুচিত।”

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষ থাকা উচিত। এরকম সিদ্ধান্তে শিক্ষার পরিবেশ প্রশ্নের মুখে পড়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১৩টি সেন্টারে স্নাতক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদের একটি বড় অংশ পাবলিক বাসের উপর নির্ভরশীল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Post Comment