insta logo
Loading ...
×

২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝালদায় বার্তা—লক্ষ্য পুরুলিয়ার সব আসন

২১ জুলাইয়ের প্রস্তুতিতে ঝালদায় বার্তা—লক্ষ্য পুরুলিয়ার সব আসন

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে ঘিরে প্রস্তুতির তৎপরতা তুঙ্গে। শনিবার ঝালদা কো-অপারেটিভ লজে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা থেকে সুর চড়ালেন জেলার শীর্ষ নেতৃত্ব। জানিয়ে দিলেন, এবার আর শুধু শহিদদের স্মরণ নয়—লক্ষ্য ২০২৬-র বিধানসভা। উদ্দেশ্য স্পষ্ট—পুরুলিয়ার প্রতিটি আসনে দলীয় প্রার্থীকে জেতানো।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রাজীবলোচন সোরেন, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা যুব সভাপতি গৌরব সিং, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, ঝালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া-সহ জেলা ও ব্লক নেতৃত্ব।

বক্তব্য রাখতে উঠে ঝালদা ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো বলেন, “১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন ১৩ জন। ভোটার কার্ডকে একমাত্র পরিচয়পত্র করার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলেন তাঁরা। সেই শহিদদের স্মরণেই প্রতি বছর আমরা শহিদ দিবস পালন করি। এ বছর ঝালদা ব্লক থেকে কয়েকশো কর্মী-সমর্থক ধর্মতলায় যাচ্ছেন। প্রস্তুতি প্রায় শেষ।”

সভায় দলীয় জেলা সভাপতি রাজীবলোচন সোরেন বলেন, “২১ জুলাই শুধুই অতীতের প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটা আগামী দিনের শপথ গ্রহণের দিন। ২০২৬ সালের নির্বাচন আমাদের সামনে। আমরা তৈরি হচ্ছি এখন থেকেই। লক্ষ্যমাত্রা একটাই—পুরুলিয়ার সমস্ত আসনে জয়। শহিদ দিবসের মঞ্চ থেকেই সেই বার্তা যাবে জেলায় জেলায়।”

সভায় কর্মীদের মুখে ছিল উদ্দীপনার ছাপ। জেলার নেতৃত্বের মতে, শহিদ দিবসের আবেগকে এবার রূপ দিতে হবে সংগঠনের শক্তি বাড়ানোর কাজে। একাধিক ব্লকে ইতিমধ্যেই রণকৌশল চূড়ান্ত। তৃণমূলের দাবি, ধর্মতলার সভায় পুরুলিয়া জেলা থেকে এই বার সর্বাধিক কর্মী অংশ নেবেন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্যেই স্পষ্ট, শহিদ দিবস এবার শুধু স্মরণ নয়, লক্ষ্যভেদেও দৃঢ় পদক্ষেপ।

Post Comment