insta logo
Loading ...
×

১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ডুড়কু বড়বাঁধের পুনরায় খনন

১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ডুড়কু বড়বাঁধের পুনরায় খনন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘ অপেক্ষার অবসান। এলাকাবাসীদের দাবি মেনে অবশেষে পুনরায় পুরুলিয়া ১ ব্লকের ডুড়কু বড়বাঁধের খননের কাজ শুরু হলো। কৃষি সেচ দপ্তরের আওতায় থাকা কৃষি যান্ত্রিক বিভাগ থেকে ১ কোটি ১৬ লক্ষ প্রকল্প ব্যয়ে এই কাজের সূচনা হয়। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই কাজের সূচনা করেন। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন , “বেশ কিছুদিন ধরে এই বড় বাঁধের খননের দাবি জানিয়েছিলেন এলাকার মানুষজন। সেই দাবি মেনে আমরা এই কাজে হাত দিচ্ছি। রূপায়নকারী সংস্থাকে বলা হয়েছে বর্ষার আগেই এই জলাশয় পুনরায় খনন করার কাজ শেষ করার জন্য। এই জলাশয়ের কাজ সম্পন্ন হয়ে গেলে বিস্তীর্ণ এলাকার সেচের কাজ যেমন হবে। তেমনই হবে মাছ চাষ।” এদিন পুরুলিয়া জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় ৪৪ লক্ষ টাকায় কড়রিয়া থেকে চাকলতোড় পর্যন্ত ঢালাই রাস্তার কাজেরও সূচনা করেন সভাধিপতি।

ডুড়কু গ্রামের এই জলাশয় পুনরায় খনন পুরুলিয়া জেলা পরিষদের একটি অন্যতম বৃহৎ কাজ। এই এলাকায় আর বড় কোন জলাশয় নেই। চাষাবাদ, মাছ চাষের পাশাপাশি নানান গৃহস্থালির কাজেও এই জলাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতে বহু মানুষ উপকৃত হবেন। ‌

Post Comment