নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
১৯ জুন থেকে ২৮ জুলাই। টানা এক মাসেরও বেশি সময় পর পুরুলিয়া জেলায় একটিও ফোঁটা বৃষ্টি পড়ল না ২৯ জুলাই। মঙ্গলবার ছিল পুরোপুরি বৃষ্টিহীন। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুনের পর এই প্রথম জেলাজুড়ে বৃষ্টির ছিটেফোঁটাও দেখা যায়নি।
বর্ষার মরশুমে একটানা নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে জেলায় গত এক মাসে নিয়মিত বৃষ্টি হয়ে এসেছে। কোথাও ভারী তো কোথাও হালকা বৃষ্টি ছিল প্রায় প্রতিদিনের চিত্র। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও বৃষ্টি হয়নি।
জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনভর অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এটি সাময়িক বিরতি। বর্ষা এখনও সক্রিয় রয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ায় বৃষ্টি কমেছে, তবে সপ্তাহ শেষের দিকে আবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেলার কৃষিজীবীদের একাংশ অবশ্য এই বিরতিকে কাজে লাগাচ্ছেন রোপা ও জমির পরিচর্যায়।
Post Comment