insta logo
Loading ...
×

১৭টি হাতির হানা ঝালদার পাহাড়তলীর গ্রামে

১৭টি হাতির হানা ঝালদার পাহাড়তলীর গ্রামে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

হাতির হানা পুরুলিয়া জেলার ঝালদা রেঞ্জের খামার বিটের অন্তর্গত জজহাতু গ্রামে। রাতের অন্ধকারে পাহাড় ঘেঁষা এই শান্ত গ্রাম মুহূর্তে ত্রাসের রাজ্যে পরিণত হয়। স্থানীয়দের কথায়, সোমবার গভীর রাতে প্রায় ১৬ থেকে ১৭টি বুনো হাতির একটি দল সিন্ধারিয়া পাহাড় পেরিয়ে গ্রামে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টার তাণ্ডবে ধান, লাউ, বেগুনসহ একাধিক কৃষকের মৌসুমি ফসল তছনছ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক পূর্ণচন্দ্র মাহাত বলেন, “প্রতি বছরই এই সমস্যা হচ্ছে, কিন্তু ক্ষতিপূরণ পেতে মাসের পর মাস লেগে যায়। আমরা আর কতদিন অপেক্ষা করবো?”

স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ মাহাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান,“আমি নিজে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছি। বন দফতরের সঙ্গে কথা হয়েছে, কৃষকদের ক্ষতিপূরণ দ্রুত মেটাতে আমি উদ্যোগ নিচ্ছি।”

বন দফতরের এক আধিকারিক বলেন, “হাতিগুলি বর্তমানে ঘসরাপাহাড় এলাকায় অবস্থান করছে। তাদের চলাফেরার উপর নজরদারি চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা দ্রুত করা হবে।”

Post Comment