insta logo
Loading ...
×

১৪ লক্ষের শৌচাগার স্বাস্থ্যকেন্দ্রে

১৪ লক্ষের শৌচাগার স্বাস্থ্যকেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

কান্টাডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সোলার পাম্প সহ আধুনিক মানের শৌচাগারের শিলান্যাস হল শুক্রবার। শিলান্যাস করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা পুষ্পলতা টুডু। তিনি জানান রোগী সহ আত্মীয়স্বজনদের সুবিধার্থে জেলা পরিষদের অর্থানুকুল্যে ১৪ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক মানের শৌচাগার নির্মাণ করা হবে। উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যাধর মাহাত প্রমুখ।

Post Comment