নিজস্ব প্রতিনিধি, আড়শা:
চাষের জমি থেকে একটি ময়াল উদ্ধার করল বনদপ্তর।
বুধবার পুরুলিয়া বনবিভাগের আড়শা বনাঞ্চলের
বিরচালি গ্রাম থেকে ময়াল উদ্ধার করেন ওই রেঞ্জের বনকর্মীরা। পরে তারা ওই ময়ালটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেন। আড়শা বনাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে,
ওই ময়ালটি ৬ ফুট লম্বা, ১২ কেজি ওজনের।






Post Comment