insta logo
Loading ...
×

হোস্টেলে ছাত্রীদের শ্লীলতাহানি ! প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ বোরোয়

হোস্টেলে ছাত্রীদের শ্লীলতাহানি ! প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ বোরোয়

নিজস্ব প্রতিনিধি, বোরো:

হোস্টেলের ছাত্রীদের উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন প্রধান শিক্ষক। ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। সম্প্রতি কিছু ছাত্রী বাড়ি ফিরে কান্নাকাটি করে ঘটনার কথা জানালে ক্ষুব্ধ অভিভাবকেরা সরব হন। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

অভিভাবকদের দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক ছাত্রীদের হুমকি দিতেন—কাউকে কিছু জানালে স্কুল ও হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। এই ভয়ে এতদিন চুপ ছিল কিশোরীরা। অভিবাবকদের অভিযোগ , ‘‘দীর্ঘদিন ধরে হোস্টেলের ছাত্রীদের উপর অত্যাচার চালাচ্ছেন প্রধান শিক্ষক। আমরা মেয়েদের মুখে সব শুনে থানায় এসেছি। এই অন্যায়ের সুবিচার চাই।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোনও বন্ধ। অন্যদিকে সোমবার সন্ধ্যাতেও প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।

এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘‘যাঁদের হাতে শিক্ষা ও ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব, তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে কোথায় যাবে ছাত্রীরা?

Post Comment