insta logo
Loading ...
×

হেলমেট পরে ধর্মতলায় কেন পৌঁছালেন তৃণমূল কর্মীরা ?

হেলমেট পরে ধর্মতলায় কেন পৌঁছালেন তৃণমূল কর্মীরা ?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

শনিবার সকাল যেন এক অন্য অভিজ্ঞতার সাক্ষী। পুরুলিয়ার ঝালদা শহর ভোর হতেই গর্জে ওঠে বাইকের শব্দে। “সেফ ড্রাইভ, সেভ লাইফ” স্লোগানকে সামনে রেখে হেলমেট পরে সড়কে নামেন শতাধিক তৃণমূল কর্মী। ২১ জুলাইয়ের ধর্মতলার সমাবেশে যোগদানের উদ্দেশ্যে শুরু হয় এই বাইক যাত্রা, যার অন্যতম লক্ষ্য—ট্রাফিক বিধি মেনে চলা ও নিরাপদ ভ্রমণের বার্তা ছড়িয়ে দেওয়া।

এই বিশেষ উদ্যোগের নেতৃত্বে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শেখ সুলেমান। সকাল সাড়ে দশটায় ঝালদা থেকে বাইক র‌্যালি শুরু হয়। সুলেমান বলেন,
“এই যাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। আইন মেনে চলা, পরিবেশ রক্ষা ও সড়ক নিরাপত্তা—এই তিনটি বার্তাও আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

প্রায় ২০০ তৃণমূল কর্মী দুইজন করে বাইকে উঠে এই যাত্রায় অংশ নেন। পথের প্রতিটি বাঁকে তারা ছড়ান সচেতনতাও। জয়পুর, কোটশিলা, পুরুলিয়া শহর, রঘুনাথপুর হয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বহর। মানুষের উচ্ছ্বাসে পথ রঙিন হয়ে ওঠে—কেউ ছবি তোলেন, কেউ বাইক আরোহীদের স্যালুট জানান।

যাত্রাপথে প্রতিটি শহর আসানসোল, দুর্গাপুর, বর্ধমান— হলো সাক্ষী। দীর্ঘ পথে কোথাও ভাঙেনি শৃঙ্খলা। হেলমেট, ট্রাফিক নিয়ম এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রেখে চলার বার্তা নিজেরাই বাস্তব করে তোলেন তৃণমূল কর্মীরা।

সবশেষে, ডানকুনি পেরিয়ে বাইক র‌্যালি পৌঁছয় ধর্মতলায়। মুখে ছিল গর্বের হাসি, চোখে ছিল দায়িত্ববোধ। কর্মীরা জানান,
“আমরা শুধু দলের কর্মী নই, আমরা সচেতন নাগরিক। আমাদের যাত্রা একাত্মতারও প্রতীক, এবং নিরাপদ ড্রাইভিংয়ের বাস্তব উদাহরণ।”

পুরুলিয়া থেকে ধর্মতলা—এই যাত্রা যেন এক অনন্য বার্তা হয়ে রইল।
নিয়ম মেনে, সচেতন থেকে, সম্মিলিতভাবে গন্তব্যে পৌঁছনোই ভবিষ্যতের পথ।

Post Comment