insta logo
Loading ...
×

হুড়ায় গাছ কাটা রুখতে গিয়ে আক্রান্ত রেঞ্জার

হুড়ায় গাছ কাটা রুখতে গিয়ে আক্রান্ত রেঞ্জার

নিজস্ব প্রতিনিধি , হুড়া :

ওয়ার্ল্ড রেঞ্জার্স ডে-র আগের দিনেই হানা বনকর্মীর উপর! গাছ কাটা রুখতে গিয়ে আক্রান্ত হলেন স্বয়ং হুড়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি। বনকর্মীর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগে।

ঘটনাটি ঘটেছে বুধবার, হুড়া রেঞ্জের কুদলুং এলাকায়। বন দফতরের অভিযোগ, বনসৃজনের কাজ খতিয়ে দেখতে গিয়ে কুদলুং মৌজায় এক ব্যক্তিকে গাছ কাটতে দেখেন রেঞ্জার। নিজের পরিচয় দিয়ে বাধা দেন। কিন্তু অভিযুক্ত, স্থানীয় বাসিন্দা সুনীল মুদি ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রথমে কুড়ুল নিয়ে প্রাণে মারার হুমকি দেয়, পরে রেঞ্জারের মাথা লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। যদিও মাথায় লাগেনি, কিন্তু সরে দাঁড়ানোর সময় পাথর এসে লাগে বাঁ হাতে।

ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। বনকর্মীরা ঘটনাস্থল থেকে কিছু কাঠ বাজেয়াপ্ত করেন। আহত রেঞ্জারকে হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। হুড়া থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত The International Ranger Federation (IRF) এই দিনটির সূচনা করে। বিশেষত যেসব রেঞ্জার প্রতিকূল পরিস্থিতিতে, কখনও পাচারকারীর হাতে, কখনও জঙ্গলে বন্য জন্তুর আক্রমণে প্রাণ হারান, তাঁদের স্মরণ করতেই এই দিন।

বিশ্বজুড়ে বহু বনরক্ষী প্রতিদিন তাঁদের জীবন বিপন্ন করে কাজ করেন—বন্যপ্রাণী চোরাশিকার, বন উজাড়, পাচার রোখা, বনসৃজন বা পরিবেশ রক্ষা। এই দিন তাঁদের সম্মান ও সুরক্ষার দাবি জানাতেও ব্যবহৃত হয়।

আর তার আগের দিনই এই ঘটনা বনদফতরের কর্মীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলো।এর আগেও হুড়া ও বলরামপুরে বনকর্মীরা আক্রান্ত হয়েছেন কাঠ পাচার রুখতে গিয়ে। এবার খোদ রেঞ্জ অফিসার আক্রান্ত হওয়ায় বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে।

Post Comment