insta logo
Loading ...
×

হাসপাতালে শ্লীলতাহানি, রাস্তায় বাম ছাত্র যুবরা

হাসপাতালে শ্লীলতাহানি, রাস্তায় বাম ছাত্র যুবরা

নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :

হাসপাতালের অন্দরেই ঘটেছে শ্লীলতাহানির ঘটনা। আর সেই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে পথে নামল ছাত্র সংগঠন এসএফআই ও ডিআইএফআই। বান্দোয়ান ব্লক সদরে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে অনুষ্ঠিত হয় পথসভা।

অভিযোগ, হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক রুগীর পরিবারের মহিলাকে শ্লীলতাহানি করে হাসপাতালের এক কর্মী। ঘটনার পর থেকেই এলাকায় নিন্দার ঝড় ওঠে। এ দিন মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ‘‘এই জঘন্য ঘটনার পর থেকে আমরা নির্যাতিতার পরিবারের পাশে রয়েছি। অপরাধীর কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’’

মিছিল থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করার দাবি তোলে ছাত্র সংগঠনগুলি। একইসঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত উন্নতিরও দাবি জানানো হয়। সংগঠনগুলির অভিযোগ, গ্রামীণ হাসপাতালের পরিবেশ দিন দিন অসুরক্ষিত হয়ে উঠছে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তারও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ দিন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই ও এসএফআই নেতৃত্ব। তাঁদের দাবি, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Post Comment