নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
এলাকার মানুষ দীর্ঘদিন সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। কারণ সঠিক পরিষেবা মিলছে না বামুনডিহা স্বাস্থ্যকেন্দ্র থেকে। এমন অভিযোগের পাশাপাশি অভিযোগ উঠেছে বামুনডিহা ব্যাঙ্ক অফ বরোদায় হয়রানি শিকার হতে হচ্ছে সমস্ত গ্রাহকদের। অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন। এই দুই অভিযোগ নিয়ে আদিবাসী কুড়মী সমাজের বরাবাজার ব্লক কমিটির পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুই স্থানে দেওয়া হল ডেপুটেশন। সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি সাধন মাহাতো বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের চেষ্টা করে চলেছে সমাজ। এই কর্মসূচি তারই অঙ্গ।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের বরাবাজার ব্লক কমিটির সভাপতি বীরবল মাহাতো, পুরুলিয়া জেলা কমিটির প্রাক্তন সভাপতি সাধন চন্দ্র মাহাতো, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য রাসবিহারী মাহাতো সহ অন্যান্য নেতাকর্মীরা।
Post Comment