নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
গতকাল ২ জুলাই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে পুরুলিয়া জুড়ে। পুরুলিয়া জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫.৬৬ মিমি। জেলার বেশ কয়েকটি ব্লকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু অঞ্চলে একেবারেই বৃষ্টি হয়নি।
বৃষ্টিপাতের নিরিখে জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানবাজারে—প্রায় ২৭.০ মিমি। বাঘমুণ্ডিতে ৯.০ মিমি, বলরামপুর ও পুঞ্চায় যথাক্রমে ৭.২ মিমি করে বৃষ্টি হয়েছে। নিতুড়িয়া (৫.৮ মিমি), হাতোয়াড়া (৪.৪ মিমি), সাঁতুড়ি (৪.৪ মিমি), ঝালদা (৩.২ মিমি), বরাবাজার (৩.০ মিমি) ও হুড়া (২.৪ মিমি) এলাকাতেও সামান্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে, জয়পুর, কাশিপুর এবং পাড়া ব্লকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
বৃষ্টি কম হলেও জেলার তাপমাত্রা তুলনায় অনেকটাই সহনীয় ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment