insta logo
Loading ...
×

হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা

হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৭.৮৮ মিলিমিটার।

বৃষ্টির বিচারে জেলায় এদিন সর্বোচ্চ বর্ষা নেমেছে বরাবাজারে—সেখানে ৫২.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বলরামপুর (১৬.৩ মিমি), এবং এরপরেই বাঘমুন্ডি (১১.২ মিমি)।

অন্যদিকে, হাতোয়াড়ায় বৃষ্টি হয়েছে ১৩.৪ মিমি, জয়পুরে ৫.৬ মিমি, ঝালদায় ২.৮ মিমি এবং পুঞ্চায় মাত্র ১.২ মিলিমিটার। জেলার বাকি ছয়টি স্টেশন (সাঁতুড়ি, হুড়া, কাশিপুর, পাড়া, নিতুড়িয়া ও মানবাজার) সম্পূর্ণ রুক্ষ ছিল, সেখানে কোনও বৃষ্টির চিহ্ন নেই।

তাপমাত্রার দিক থেকেও দিনটি তুলনামূলকভাবে সহনীয় ছিল। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা। বিশেষত পুরুলিয়ার পশ্চিম অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Post Comment