insta logo
Loading ...
×

হাইকোর্টের রায়: কুড়মি সমাজের রেল ও সড়ক অবরোধ অসাংবিধানিক

হাইকোর্টের রায়: কুড়মি সমাজের রেল ও সড়ক অবরোধ অসাংবিধানিক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আদিবাসী কুড়মি সমাজের ঘোষিত অনির্দিষ্টকালীন রেল ও সড়ক অবরোধকে ফের অসাংবিধানিক ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রেল ও সড়ক অবরোধ কোনও ভাবেই গণতান্ত্রিক অধিকার নয়। জনপরিষেবা স্তব্ধ করে আন্দোলন অগণতান্ত্রিক।

আদালতে কুড়মি সমাজের পক্ষে আইনজীবী যুক্তি দেখান, এই আন্দোলন তাঁদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু বিচারক সুজয় পাল ও স্মিতা দাস দে-র পর্যবেক্ষণ—‘‘এ ধরনের কর্মসূচি গণতান্ত্রিক নয়।’’ উল্লেখযোগ্য, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরও একই ধরনের অবরোধ কর্মসূচিকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ঘোষণা করেছিল হাইকোর্ট। এবারের রায় সেই পর্যবেক্ষণকেই পুনরায় স্পষ্ট করল।

রায় ঘোষণার পর পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদেশনামা এখনও হাতে পাইনি। তবে আমাদের কাছে যা খবর এসেছে, ওই অবরোধকে আবার অসাংবিধানিক বলেছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এর প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।’’ ফলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ঘোষিত রেল ও সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে আরও কড়া অবস্থান নেবে প্রশাসন, এমনটাই মনে করা হচ্ছে।

অন্যদিকে, আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‘মৌলিক অধিকারের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।’’

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশ, রেল পুলিশ, আরপিএফ ও জিআরপি যৌথভাবে প্রস্তুতি শুরু করেছে। পুজোর মুখে অবরোধ ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হবে রেলপথ ও গুরুত্বপূর্ণ সড়কপথে।

সব মিলিয়ে আদালতের রায়ে আইনত অবরোধ কর্মসূচির বৈধতা শেষ হলেও, কুড়মি সমাজ অনড় অবস্থানে থাকায় জঙ্গলমহলজুড়ে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

Post Comment