নিজস্ব প্রতিনিধি, আড়শা :
জ্বরে কাবু হয়ে পড়েছিল একটি হনুমান। শেষে বন দফতরের উদ্যোগেই হলো তার রক্ষা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে আড়শা থানার কলাবনী গ্রামে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় হনুমানটিকে দেখতে পান স্থানীয়রা। খবর যায় বনকর্মীদের কাছে। দ্রুত পৌঁছে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান আড়শা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হনুমানটি।
বন দফতর জানিয়েছে, সন্ধ্যার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় নিজে থেকেই জঙ্গলে ফিরে যায় ওই বন্যপ্রাণ।







Post Comment