insta logo
Loading ...
×

স্বাধীনতা দিবসে শহীদ মনীশরঞ্জনের স্মৃতিতে ঝালদায় ম্যারাথন

স্বাধীনতা দিবসে শহীদ মনীশরঞ্জনের স্মৃতিতে ঝালদায় ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নিউ বীণাপানি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শহীদ মনীশরঞ্জন মিশ্রর স্মৃতির উদ্দেশ্যে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।
পুরুষদের জন্য ১২ কিলোমিটার (তুলিন সুবর্ণরেখা নদী থেকে ঝালদা মেরি আপকার ময়দান) এবং মহিলাদের জন্য ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পার্শ্ববর্তী ঝাড়খণ্ডসহ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা অংশ নেন।
পুরুষদের বিভাগে কোটশিলা থানার মোহনপুর গ্রামের প্রভাত গরাঁই মাত্র ৩৬ মিনিটে ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন। মহিলাদের বিভাগের শিরোপা জয়পুরের জবারানি মাহাতোর ঝুলিতে যায়। কোচ রামকৃষ্ণ মাহাতো বলেন, “ঝালদার মতো প্রত্যন্ত এলাকায় এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে আরও বেশি সংখ্যক যুবক-যুবতী খেলাধুলায় আগ্রহী হবে।” উদ্যোক্তা মুকেশ ভগত জানান, “সকল অংশগ্রহণকারী দৌড় সম্পূর্ণ করেছেন। আগামী দিনে এই অনুষ্ঠান আরও বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।” অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় সহায়তার জন্য ঝালদা পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানায় কমিটি। এদিন উপস্থিত ছিলেন ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল, উপপুরপ্রধান সুদীপ কর্মকার, ঝালদার আইসি ও কমিটির অন্যান্য সদস্যরা।

Post Comment