insta logo
Loading ...
×

স্বস্তি নিতুড়িয়ায়, পাকা কলার লোভ দেখিয়ে খাঁচা বন্দি হনুমান

স্বস্তি নিতুড়িয়ায়, পাকা কলার লোভ দেখিয়ে খাঁচা বন্দি হনুমান

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:


একদিন, দু’-দিন নয়। টানা তিন দিন ধরে তান্ডব চালানোর পর পাকা কলার লোভ দেখিয়ে খাঁচাবন্দি করা হলো হনুমানকে। ওই হনুমান খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়ায়। কংসাবতী উত্তর বনবিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই পূর্ণবয়স্ক হনুমানটিকে আপাতত রঘুনাথপুর বনাঞ্চলে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন আগে প্রায় হঠাৎ করেই পারবেলিয়াতে চলে আসে একটি হনুমান। ওই হনুমানকে দেখে শ্রদ্ধা-ভক্তিতে এলাকার বেশ কিছু মানুষজন পাকা কলা সহ নানান খাবার তুলে দেন। তারপরে স্থানীয় বাসিন্দারা দেখেন, তার আচরণ বড়ই অদ্ভুত। তার পাশ দিয়ে কেউ যেতে গেলেই সে হামলা করছে।


মোটরবাইকে থাকলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। রাস্তায় চলাচল করা মানুষদের রীতিমতো তাড়া করার ঘটনাও ঘটেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় বনদপ্তরে। জানানো হয় পুলিশকে। তবে বনদপ্তর, পুলিশকে জানানোর আগে
এলাকার মানুষজন চেষ্টা করেছিলেন হনুমানটিকে তাড়িয়ে দেওয়ার। কিন্তু ওই এলাকায় ঘাঁটি গেড়ে বসে থেকে বেশ কয়েকটি ঘরবাড়িও ভাঙচুর করে ওই হনুমান। রবিবার বিকালে রঘুনাথপুর বনাঞ্চলের কর্মীরা সেখানে পৌঁছে পাকা কলার টোপ দেখিয়ে ওই হনুমানকে খাঁচাবন্দি করে।

Post Comment