নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
জানেন কী? বাংলার জলাশয়ে এখন যে কচুরিপানা ভাসতে দেখা যায়, দেড়শো বছর আগেও এর কোন অস্তিত্ব এ অঞ্চলে ছিল না? বাংলায় এই উদ্ভিদটির আগমন ঘটেছিল অভিশাপ হয়ে। জলকে নষ্ট করার পাশাপাশি জলের অভ্যন্তরে অক্সিজেনের তারতম্য হ্রাস করে মাছ সহ জলজ প্রাণীর জীবন বিপন্ন করার ক্ষেত্রে এই উদ্ভিদ জ্বলন্ত অভিশাপ হয়ে পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। সেই কচুরিপানা দিয়ে নানান ধরনের পরিবেশবান্ধব শৌখিন জিনিস তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর সাথে বাঁশের শৌখিন জিনিস তৈরি করার প্রশিক্ষণও দেওয়া হবে।
স্বনির্ভর দলের ৩৫ জন মহিলাকে মানবাজার -১ ব্লকের বামনি অঞ্চলে এবং ৪৬ জন মহিলাকে পুরুলিয়া -১ ব্লকের বেলগুমা অঞ্চলে এক মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা গ্রামোন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংশ্লিষ্ট ব্লকগুলির আধিকারিকদের সক্রিয় সহযোগিতায় ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বোকারো আদর্শ মহিলা স্বরোজগার কেন্দ্রের কারিগরী সহায়তায় উভয় জায়গাতেই দক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হল মঙ্গলবার । মানবাজার -১ নং ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, প্রধান জগৎচন্দ্র মাহাতো, সমাজসেবী মহাদেব হালদার সহ বিশিষ্টজনেরা।
প্রশিক্ষণের গ্রহণের পর মহিলারা যাতে স্থায়ী কাজ পান, তা সুনিশ্চিত করা হবে, বলছেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন প্রকল্প অধিকর্তা কমলচন্দ্র দে সংশ্লিষ্ট ব্লকগুলির সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।
Post Comment