নিজস্ব প্রতিনিধি , বোরো:
স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার বুরুডি গ্রামে। মৃতের নাম দেবেন্দ্রনাথ হেমব্রম (৬১)। তাঁর বাড়ি ওই গ্রামেই। এদিন দুপুরে গ্রামের একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন দেবেন্দ্রনাথবাবু। সেখানেই জলে ডুবে যান তিনি। প্রতিবেশীদের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।
Post Comment