নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে কেন্দা থানার অন্তর্গত টুকিয়া গ্রামে। মৃতের নাম কুথুলাল সরেন (৭২)। টুকিয়া নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় প্রতিদিনের মতো নদীতে স্নান করতে গিয়েছিলেন কুথুলালবাবু। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। পরে স্থানীয়রা টুকিয়া নদী থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করেন। তাকে অবিলম্বে রাজনোওয়াগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় কেন্দা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর শোক গ্রাস করেছে টুকিয়া গ্রামে।
Post Comment