নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
এক নির্মম হত্যাকাণ্ডে রক্তাক্ত হয়ে উঠল বান্দোয়ান থানার চিরুগোড়া গ্রাম। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের হামলায় প্রাণ হারালেন বছর ৫৮-র উত্তরা মাহাতো।
প্রতিদিনের মতো এদিন সকালেও পাড়ার পুকুরে স্নান করতে গিয়েছিলেন উত্তরা দেবী। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুকুরপাড়ে একা থাকাকালীন আচমকাই এক যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, পিঠ এবং হাতে একাধিক কোপ মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়দের চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার ছেলে অশোক কুমার মাহাতো বলেন,
“মা প্রতিদিনের মতোই স্নান করতে গিয়েছিলেন। কারা এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। ওর তো কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।”
পুলিশ জানিয়েছে, মৃতার ছেলের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। হত্যার মোটিভ পরিষ্কার নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এঘটনার পর থেকেই গোটা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। এক নিঃশব্দ সকালে ঘটে যাওয়া এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘিরে প্রশ্ন উঠছে—এমন নৃশংসতা কেন? কে সেই হত্যাকারী? তার উদ্দেশ্যই বা কী ছিল? সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।










Post Comment